১৪ আগ, ২০১৪

কাশীনাথ গুঁই

0 কমেন্টস্



সম্পাদকীয়

রবি নজরুল স্মরণিকা-জুন,২০১৪

মহামাস বৈশাখ আর জ্যৈষ্ঠপ্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ আর প্রেমিক-বিদ্রোহী নজরুল এসেছিলেন আর জয় করেছিলেন সব দাবদাহ

বিশ্ব উষ্ণায়ন
- লোভের ফসল রাজনৈতিক আস্ফালনের ক্ষমতার লড়াইরোজকার জীবনে এনেছে শুধুই হাহাকার গ্রামের শান্তি চুরি গেছে নগরজীবনে শুধু ভোগের হাতছানি সবুজহীন কংক্রীট জঙ্গলে, অনুন্নয়নে জর্জরিত হাঁসফাঁশ জীবনে তবু বাঁচার আকাঙ্ক্ষা সংস্কৃতি সম্বলেই তাই আবার কলম নিয়ে বসা


এবারের প্রেরণার বিশেষ স্মরণ ছাড়াও রইলো সব রকমের লেখাই
সুস্থ সংস্কৃতি সম্বলেই আমরা বাঁচি, বারেবারে ফিরে ফিরে আসি আমরা ছিলাম,আছি আর থাকবো এভাবেই


প্রেরনার পক্ষে
-
কাশীনাথ গুঁই

সুদীপ নাথ

0 কমেন্টস্



অতিথি সম্পাদকের কলমে

এরই মধ্যে ভোটের উত্তাপ পেরিয়ে এলাম, পেরিয়ে এলাম গ্রীষ্মের মেঘ আর প্রখর রোদের লুকোচুরি খেলা বর্ষন মূখর প্রকৃতিকে স্বাগত জানাতে হয়ে উঠেছিলাম উতলা গুমোট বায়ুচাপে অতিষ্ঠ প্রাণ হাই তুলছিলো মাঠে প্রান্তরে সবুজের সমারোহ বাঁচার আকুতিকে একনাগাড়ে সমর্থন জুগিয়ে শেষ পর্যন্ত বর্ষাকে এনে হাজির করেছে 
 

নব ঘন বরষার ভরসায় মৃতপ্রায় নদীগুলি এখন ভরা যৌবনবতী... সমস্ত প্রকৃতি যেন সাত রঙ্গা রামধনু হয়ে সেজে উঠেছে ... মনে খুশির বাঁধ ভেঙেছে... ইতিমধ্যেই দেশের রাজনীতিতে মেরুকরণ আর সরকার প্রতিষ্ঠিত হয়েছে... তবে কথায় আছে না , রাজা আসে রাজা যায়, লাল জামা নীল জামা গায় , আমাদের দিন বদলায় না




---সুদীপ নাথ